দেশজুড়েপ্রধান শিরোনাম

রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী; রোহিঙ্গা ইস্যুতেও কথা বলবেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ৬ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওয়ানা হন।

এবারের সফরে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হবে।

এছাড়া দুই দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক বেশ কয়েকটি চুক্তিও সই হওয়ার কথা রয়েছে এবারের সফরে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

সফর শেষে ৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close