দেশজুড়েপ্রধান শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা
ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা নেয়া হবে
বুধবার (২৫ জানুয়ারি) আগারগাঁওয়ের ইসি ভবনে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব তথ্য জানান।
তিনি বলেন, সিইসির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে যতক্ষণ সময় লাগে। প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ইভিএম নিয়ে সিইসি বলেন, ইভিএম প্রকল্প অনুমোদন না হওয়ায় হতাশ নয় নির্বাচন কমিশন। বর্তমানে কমিশনের কাছে যতগুলো ইভিএম আছে তার মধ্যে কতগুলো সচল তা পরীক্ষা করার পর বলা যাবে কত আসনে ইভিএমে নির্বাচন হবে।
এরআগে সকালে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন কমিশনার রাশেদা সুলতানা, আনিসুর রহমান, ইসি সচিব জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন সিইসি।
বৈঠক শেষে সিইসি বলেন, বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, শূন্য হওয়া ছয়টি আসন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাধা হবে না।
সংবিধান অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদকাল। শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
২২ তম রাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক, শিক্ষাবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম আলোচনায় রয়েছে।