আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য
রাশিয়া থেকে আনা হচ্ছে ৪৩৭ কোটি টাকার গম
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের খাদ্য ঘাটতি পূরণে রাশিয়ান ফেডারেশন থেকে জি-টু-জি (সরকার টু সরকার) পদ্ধতিতে দুই লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য মোট ব্যয় হবে ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিসভা পরিষদের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সংবাদ সম্মেলনে জানান, রাশিয়ান ফেডারেশন থেকে সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে দুই লাখ মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব সভায় অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে ৬০:৪০ অনুপাতে এ গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ২৫৮ মার্কিন ডলার হিসেবে কেনা হচ্ছে।
এই হিসাবে দুই লাখ মেট্রিক টন গমের জন্য ব্যয় হবে পাঁচ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।
/এন এইচ