বিশ্বজুড়ে

রাশিয়ায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো রাশিয়া। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রুশ প্রতিরক্ষা ব্যবস্থায় সংযুক্ত হলো নতুন এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র  কোথায় মোতায়েন করা হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

কোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় একে বাধা দেয়ার সুযোগ নেই। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই হাইপারসনিক মিসাইল শব্দের থেকে ২০ গুণ বেশি দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া ছাড়া আর কোনো দেশের এমন উচ্চক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র নেই বলেও উল্লেখ করেন পুতিন।

২০১৮ সালে প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে আভাগার্ডসহ অন্যান্য অস্ত্র সংযোজনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close