বিশ্বজুড়ে

রাশিয়া অধিকৃত লিসিচানস্ক শহরে হামলা, নিহত ২৮

ঢাকা অর্থনীতি ডেস্ক: রুশ অধিকৃত লিসিচানস্ক শহরে, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। মস্কোর দাবি, হামলার পেছনে দায়ী ইউক্রেনীয় বাহিনী। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শহরটির একটি বেকারিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেসময়, বেকারি থেকে রাতের খাবার সংগ্রহ করছিলেন স্থানীয় বাসিন্দারা। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে মস্কো।

তবে, এই হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি কিয়েভ। এদিকে, রাশিয়া বিরোধী অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close