বিশ্বজুড়ে

রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের দুই বছর পূর্তির প্রাক্কালে রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রয়াত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণেও এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এই কড়াকড়ি আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে। এর পাশাপাশি জ্বালানি বিক্রিতেও মস্কোর বাজার যাতে সীমিত হয়ে আসে সেটিও নিশ্চিত করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close