দেশজুড়ে

রাবি প্রশাসনের অপসারণের দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন অনিয়ম-দুর্নীতিরি সাথে জড়িত উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ বর্তমান প্রশাসনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সামাজের দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ।

রবিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক কর্মসূচি থেকে এ দাবি জানান।

কর্মসূচিতে শিক্ষকেরা বলেন, ভিসি শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার চেয়ে নিয়োগ নিয়েই বেশি আগ্রহী। বর্তমান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অপূর্ণ। যারা আছেন তাঁরা রুটিন দায়িত্ব পালন করছেন। যারা নিয়োগ বাণিজ্যের জন্য লোক ধরে নিয়ে আসছে ভিসি তাদের নিয়ে মিটিং করছেন। তাঁর কথার সঙ্গে কাজের সামঞ্জস্য নেই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close