শিক্ষা-সাহিত্য
রাবিতে থাকছে না গ্রীষ্মকালীন ছুটি
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনার ক্ষতি পুষিয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এ বছর গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানিয়েছেন, ঈদুল আজহার সময়ে ১৫ দিন ছুটি থাকতে পারে।
তিনি আরও বলেন, এবার গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। ঈদুল আজহায় ছুটি থাকবে। এ বিষয়ে আগামী ২৩ জুন একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সময় নির্ধারণ করা হবে। তবে, ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ক্লাস এবং ৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত অফিস বন্ধ থাকতে পারে।
প্রসঙ্গত, হল খোলা রেখে ৫ জুন থেকে ৯ দিনের গ্রীষ্মকালীন ছুটির সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
/এএস