বিশ্বজুড়ে
রানডাউন থেকে ছিটকে পড়লো বিমান
ঢাকা অর্থনীতি ডেস্ক: গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রের ফ্রেডরিক ডগলাস গ্রেটার রোচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রানডাউন থেকে ছিটকে গেলো বিমান। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি। খবর ফক্স নিউজের।
দেশটির গণমাধ্যম জানায়, বিমানটিতে ৫০ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি। বর্তমানে আমেরিকান এয়ারলাইন্সের বিমানটির সেবা বন্ধ রয়েছে। কোনো ত্রুটি ছিলো কিনা তা খুঁজতে চলছে পরীক্ষা-নিরীক্ষা।
কর্তৃপক্ষ জানায়, ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে নিউইয়র্কের রোচেস্টারে অবতরণের পর ট্যাক্সিওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। মূল রানওয়েতে নিরাপদে অবতরণ করলেও এরপর বিমানটি ট্যাক্সিওয়ে থেকে পিছলে পড়ে।
/এএস