খেলাধুলা
রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই সুপার সানডেতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। সুপার ক্ল্যাসিকোর লড়াইয়ে ইপিএলে খেলা ৯ ফুটবলার পাচ্ছে না সেলেসাও কোচ তিতে। তবু নেইমারদের নিয়ে সতর্ক আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। গত ম্যাচে মেসি আঘাত পেলেও অনেকটাই সুস্থ আছেন বলেও জানান তিনি। সাও পাওলোতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১টায়।
শতবর্ষী দ্বৈরথ, ফুটবল অঙ্গনে ঝড় তুলে নিমিষেই। ব্রাজিল আর্জেন্টিনার মহারণ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। ভক্ত সমর্থকদের ঘুমহীন রাত আর কথার লড়াই। কয়েক হাজার মাইল দূরের দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই দেশ হলেও বাংলাদেশে এই ম্যাচের উত্তাপ উঠে চরমে।
কোপা আমেরিকা জয়ের মাসখানেকের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। মারাকানার সব ইতিহাস ভেঙে আলবিসেলেস্তেদের ট্রফি খরা কাটানোর পর এবার লড়াইটা সাও পাওলোতে।
আর্জেন্টিনার জন্য সুখবর পূর্ণ শক্তির দল পাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। নিজ ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে অনেকটা যুদ্ধ করেই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যোগ দিয়েছেন জাতীয় দলে। তাছাড়া টটেনহ্যাম তারকা ক্রিশ্চিয়ান রোমেমো, লো সেলসোরা যোগ দিয়ে শক্ত করেছে আলবিসেলেস্তেদের রক্ষণ।
ব্রাজিলের কোপা আমেরিকার প্রতিশোধ নাকি প্রতিপক্ষের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখবে আর্জেন্টিনা। তা অবশ্য জানা যাবে ম্যাচের পরেই।