বিনোদন

রাজামৌলির সিনেমায় মহেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার নতুন প্রজেক্ট নিয়ে হাজির হতে যাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। জানা গেছে, নির্মাতার আসন্ন প্রজেক্টে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে।

সম্প্রতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাজামৌলি।

জানা গেছে, অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার হতে যাচ্ছে আসন্ন এ সিনেমা। যার বেশির ভাগের শুটিংই হবে পুরো আফ্রিকা মহাদেশজুড়ে। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ঘোষণার। এ সিনেমায় দর্শকরা জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের ভাইব পাবেন বলে জানা গেছে। তবে গল্পে থাকবে ভারতীয় ছোঁয়া।

সিনেমাটির চিত্রনাট্য লিখছেন রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি জানান, ছবির গল্পের পটভূমি হিসেবে আফ্রিকার জঙ্গলকেই বেছে নিয়েছেন তিনি। আর সেখানেই দুর্দান্ত অ্যাডভেঞ্চার করতে দেখা যাবে মহেশবাবুকে। রহস্য, রোমাঞ্চ এবং নাটকীয়তার কোনো অভাব থাকবে না এ সিনেমায়।

তবে সিনেমার কাস্টিংয়ের প্রসঙ্গে মহেশবাবু ছাড়া আর কারও এখনও নাম জানা যায়নি। আগামী বছর ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close