দেশজুড়েপ্রধান শিরোনাম
রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১১ জন নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজশাহীতে কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে বিস্ফোরণে আগুন ধরে যায়। সেখানে উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুর রশিদ জানিয়েছেন, সংঘর্ষে মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটে। গাড়িতে ১৩ যাত্রী ছিল। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার তাদের মৃত্যু হয়। বাকি সাতজনের খবর এখনো জানানো যাচ্ছে না।
তবে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিয়ার রহমান জানান, এ দুর্ঘটনায় ১১ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এন এইচ