দেশজুড়েপ্রধান শিরোনাম

রাজশাহীতে আনসার সদস্যকে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে মিজানুর রহমান (৩৫) নামের এক আনসার সদস্য খুন হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মিজান ওই এলাকার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে। তিনি বাস্কেটবল খেলোয়াড় ও ব্যাটালিয়ন আনসার সদস্য।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর জেলা কমান্ড্যান্ড মুহাম্মদ এমরানুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মিজানুর রহমান। পূর্ব শত্রুতার জেরে ওই সময় চারজন মিলে তাকে তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমীন। তিনি বলেন, বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত মাধব পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Optický klam Najdete psa za 10 Hádanka pro moderní Einsteiny: Jak správně spočítat zmrzlinu Hádanka: najděte koně mezi soby Test IQ: Musíte najít sněhuláka za 12 Jaký je IQ dřevorubců? Velmi jednoduchý
Close
Close