খেলাধুলা

রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই ধামাকা। চলতি আসরের সর্বোচ্চ ১৮৯ রান করেও জিততে পারেনি রাজশাহী রয়্যালস। মুশফিকুর রহিমের ৯৬ রানের ড্যাশিং ইনিংসে ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় খুলনা টাইগার্স।
চট্টগ্রাম পর্বের শুরুর ম্যাচটায় মুখোমুখি হয় প্রথম পর্বের দুই অপরাজিত টিম রাজশাহী আর খুলনা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ২৬ রানেই নাই দুই ওপেনার। জাজাইয়ের পর প্যাভিলিয়নে ফেরেন ইনফর্ম লিটন দাসও।

তবে তৃতীয় উইকেটে আসে ৪০ রানের জোট। এরপর লিটনের মতোই ১৯ করে আউট আফিফ। বোর্ডে জমা পড়ে মোটে ৬৬, বিপদে রাজশাহী।

বোপারাকে সঙ্গে নিয়ে উদ্ধারকর্তা হয়ে পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব মালিক ব্যাট চালিয়েছেন ঝড়ো গতিতে, খেলেছেন ৫০ বলে ৮৭ এর ইনিংস।

বোপারার ৪০ আর রাসেলের ৬ বলে ১৩ রান মিলিয়ে ২০ ওভারে রাজশাহী রয়্যালসের সংগ্রহ চলতি আসরের সর্বোচ্চ ১৮৯।

জবাব দিতে নেমে একই খুলনার শুরুটা একই রকম। ২৫ তুলতেই আউট ওদের দুই ওপেনার শান্ত আর গুরবাজ।

পাল্টা আক্রমণ চালান রাইলি রুশো আর মুশফিক। দু’জনে মিলে যোগ করেন ৭২ রান। ৪২ এ কাটা পড়েন রুশো।

শেষ ১০ ওভারে আস্কিং রেট ১০। তবে, মুশফিক ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। পেইস, স্পিন কোনো বোলারকেই ছাড় দেননি। ৫১ বলে ৯টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার। চার রানের জন্য সেঞ্চুরি মিস করার আফসোস থাকতে পারে হয়তো, তবে ক্যাপ্টেন মুশিকে তৃপ্তি দেবে রেকর্ড চেইজে দলের জয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close