বিশেষ প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের বড় ভূমিকা ছিল। ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।’ তিনি আরও বলেন, ‘রক্ত, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারাকে ধরে রাখতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, কথা বলার স্বাধীনতা রক্ষা করা এবং ভোটাধিকারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো জরুরি, যাতে আগামী দিনে আর কোনো স্বৈরাচার এসে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে।’
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। এর আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
শুরুতে তারেক রহমান মঞ্চের পাশে থাকা গুম ও খুনে স্বজনহারা পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, ‘এই মানুষগুলো কেন স্বজনহারা হয়েছেন, তার সাক্ষী এখানে উপস্থিত সবাই।’ গত ১৬-১৭ বছর রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষার জন্যই তাঁরা পরিবার হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো একে-অপরের বিরুদ্ধে নানা মন্তব্য করে, যা মানুষের উপকারে আসে না। তিনি আরও বলেন, ‘আজ ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে—কী করলে মানুষের সমস্যার সমাধান হবে।’
উত্তরার মানুষের সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, উত্তরার মানুষ প্রতি মাসে বিল দিলেও গ্যাস পান না—এ অভিযোগ বহুদিনের। তিনি বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধান করতে হবে এবং নতুন কলকারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে। জলাবদ্ধতা সমস্যা ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতা সমস্যার সমাধান সবার আগে ইনশা আল্লাহ আমরা করব।’
পানিসংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের খাল-বিল শুকিয়ে যাওয়া এবং ওপারে বাঁধ নির্মাণে নদীর প্রবাহ কমে যাওয়া পানিকষ্টের বড় কারণ। এ জন্য বিএনপি ‘খাল খনন কর্মসূচি’ নিয়েছে, যার লক্ষ্য সারা দেশের পানির সমস্যার সমাধান।





কমেন্ট করুন