দেশজুড়েপ্রধান শিরোনাম
রাজধানী বনানীর কনকর্ড টাওয়ার আগুন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানী বনানীর কনকর্ড টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫তলা বিল্ডিংয়ে হঠাৎ আগুন দেখতে পান তারা। বিল্ডিংয়ে থাকা বাংলাদেশ আই হাসপাতালের বিলবোর্ডের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তারা। আগুন শুধু বাইরের অংশেই ছিল ভিতরে প্রবেশ করতে পারেনি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তারা জানান, রাত ৯টা ৪০ মিনিটে কাকলি মোড়ের অদূরে নীহারিকা কনকর্ড টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ছুটে যায়। আধাঘণ্টার চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
/এন এইচ