দেশজুড়ে

রাজধানী থেকে জেএমবির ২ সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর রূপনগর এলাকা থেকে উগ্রবাদী বই, লিফলেট ও অস্ত্রসহ জেএমবি’র ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি দল অভিযান পরিচলানা করে ঢাকার রুপনগর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলঃ বরিশাল জেলার মোঃ শাহজালাল (৩০) এবং ঢাকা জেলার মোঃ ফজলুল হক শামীম (২৮)। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই, লিফলেট ও গুলিসহ ০২ টি অস্ত্র উদ্ধার করা হয় ।

সম্প্রতি তারা জেএমবি নেতাদের কাছ থেকে টাকা নিয়ে ১টি পিস্তল, ০১টি ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড বুলেট সংগ্রহ করে জঙ্গীদের নিকট সরবরাহের উদ্দেশ্যে ৫/৬ জন জেএমবি সদস্য ঢাকার রূপনগরে গোপন বৈঠকে মিলিত হবে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

র‍্যাব-৪ জানায়, পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপনগর থানায় অস্ত্র আইন ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close