দেশজুড়ে
রাজধানী ছেড়েছে নিম্মআয়ের ১৫ শতাংশ মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনা কালীন রাজধানী ঢাকা শহর ছেড়েছে নিম্নআয়ের ১৫ শতাংশ মানুষ। বাসা ভাড়া ও অন্যান্য খরচ বেশি হওয়ায় এবং আয়ের সাথে সমন্বয় করতে না পারার কারণে শহর ছাড়তে হয়েছে তাদের। বিআইজিডি ও পিপিআরসির গবেষণায় এসব তথ্য উঠে আসে।
করোনায় নিম্ন মানুষের আয়, পেশা ও জীবন যাত্রার বদল নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) বিআইজিডি ও পিপিআরসি গবেষণার প্রতিবেদন প্রকাশ নিয়ে ওয়েবিনার।
শহর, গ্রাম ও পাবত্য অঞ্চলের ৭ হাজার ৬৩৮ জন মানুষের ওপর চালানো জরিপের ভিত্তিতে করা হয় এ গবেষণা।
যাতে বলা হয়, করোনা মহামারির প্রভাবে ঢাকা শহরের নিম্নআয়ের মানুষের ১৫ দশমিক ৬ শতাংশ গ্রামে ফিরে গেছেন। যারা আছেন তাদের ৬৫ শতাংশকেই বাসা ভাড়া গুনতে হচ্ছে আগের মতোই।
নিম্ন আয়ের ১৭ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন। যার প্রভাব পড়েছে দারিদ্র্যের হারে। নতুন করে দরিদ্র সীমার নিচে নেমেছে ২১ দশমিক ৭ শতাংশ মানুষ।
এই গবেষণা সরকারি নীতিগ্রহণ ও বেসরকারি সহায়তা প্রতিষ্ঠানগুলোকে প্রকল্প নিতে সহায়তা করবে বলে মত পিপিআরসি ও বিআইজিডির।