দেশজুড়ে
রাজধানীর ভাটারায় শিশু ধর্ষণ অভিযুক্ত আসামি গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর ভাটারায় এগারো বছরের শিশু ধর্ষণের ঘটনায় এজাহারভূক্ত আসামি রাসেল মিয়াকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব।
পুলিশ জানিয়েছে, মেয়েকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজে যান মা। এসময় শিশুটি বাড়ির বাইরে গেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর শুক্রবার সকালে অচেতন অবস্থায় বসুন্ধরার তিনশো ফিট এলাকায় তাকে পাওয়া যায়। শিশুটির জ্ঞান ফিরলে জানা যায়, চেতনানাশক কিছু খাইয়ে কয়েকজন মিলে শিশুটিকে ধর্ষণ করেছে।
শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
ভাটারার শিশু ও কামরাঙ্গীরচরের কিশোরীকে ধর্ষণের প্রমান পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।
/এএস