দেশজুড়েপ্রধান শিরোনাম
রাজধানীর কল্যানপুরে ২৫ লাখ টাকার হেরোইনসহ ২ জন আটক
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর থানাস্থ কল্যানপুর এলাকা থেকে ২৫ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।
রোববার র্যাব- ২ এর এএসপি (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ৫ টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. তুহিন (৩৫) ও মো. মোহাইমেনুল ইসলাম (৩০)।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, হেরোইনের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে মোহাইমেনুল ইসলাম প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৮ গ্রাম হেরোইন পাওয়া যায়।
আটক আসামিরা জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদক ক্রয় করে পরিবহন বাসের অন্তরালে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
/এন এইচ