দেশজুড়ে
রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩ টার দিকে ১৩ নম্বর সেক্টর গরীবে নেওয়াজ এভিনিউর ২৫ নম্বর বাড়ির ষষ্ঠতলায় এই আগুনের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিস সূত্র।
উত্তরা ফায়ার স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, ছয় তলা বিশিষ্ট ভবনটির উপরের তলায় এলিট পেইন্ট পরিচালিত সুপারটেল নামক কল সেন্টার রয়েছে। ওই সেন্টার থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে লক্ষাধিক টাকার মালামাল পুড়লেও কোন মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ছয়তলা ভবনটিতে কোন ভেন্টিলেটর নেই। জানালাগুলো এয়ার টাইট করে বন্ধ করা। সিকিউরিটি লক থাকায় এক রুম থেকে আরেক রুমে যেতে বেগ পেতে হয়। এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্টকর হয়ে যায়। আগুনের থেকে তৈরি ধোঁয়া সমস্ত বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, সার্ভার রুমে কোন বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
উত্তরা পশ্চিম থানার এসআই কাউসার জানান, আগুন লাগার খবর শুনে পুলিশ ওই ভবনের পাশে গরিবে নেওয়াজ রোডের যান চলাচল বন্ধ করে দমকল বাহিনীকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি বলে তিনি জানান।
/এন এইচ