দেশজুড়ে

রাজধানীতে ৪৬ কিশোরকে ছয় মাসের কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে ৪৬ কিশোরকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব-২)।

মঙ্গলবার (৬ আগস্ট) তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক করার পর এসব কিশোরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক মিজানুর রহমান (এএসপি) এসব  তথ্য জানিয়েছেন।

মিজানুর রহমান জানান, মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৬ কিশোরকে আটক করা হয়। এসময় কয়েকজন কিশোরের কাছে থেকে ছুরি, ব্লেড উদ্ধার করে র‌্যাব।

আটককৃতের অধিকাংশই ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দণ্ড পাওয়া অধিকাংশের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক।

Related Articles

Leave a Reply

Close
Close