দেশজুড়েপ্রধান শিরোনাম

রাজধানীতে হাফ পাসের দাবিতে বাস ভাঙচুর

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাবে হাফ পাসের দাবিতে কয়েকটি বাসে ভাঙচুর চালিয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালিয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সায়েন্স ল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ভাঙচুর চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাফ ভাড়ার দাবিতে মূলত শিক্ষার্থীরা মিছিল করতেছিল। মিছিলের এক পর্যায়ে কিছু মিছিলকারী গাড়ি ভাঙচুর শুরু করে। আমরা উপস্থিত হয়ে ধাওয়া দিলে তারা চলে যায়। পরে আমরা পরিস্থিতি কন্ট্রোলে আনি।

Related Articles

Leave a Reply

Close
Close