দেশজুড়েপ্রধান শিরোনাম

রাজধানীতে হবে প্রথম পাতাল রেল, ব্যয় ৫২ হাজার কোটি টাকা

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের রাজধানীতে তৈরি হবে দেশের প্রথম পাতাল রেল। খরচ হবে প্রায় ৫২ হাজার কোটি টাকা। এ সংক্রান্ত প্রকল্প নিয়ে আলোচনা চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেক সভায়। ২০ কিলোমিটার দীর্ঘ এ লাইনের কাজ শেষ হবে ২০২৬ সালে। প্রথম রুট হবে বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত।

মঙ্গলবার ( ১৫ অক্টাবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ১০টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়।

পরিকল্পনা কমিশন জানায়, যানজট সমস্যা সমাধান ও রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই এ উদ্যোগ নিয়েছে সরকার। মূল অর্থায়ন দেবে জাপান। এরই মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, কুড়িল ও আশপাশের এলাকায় শুরু হয়েছে মাটি নিরীক্ষার কাজ।

৫০ ফুট গভীরে তৈরি হবে স্টেশন। প্রতিটিতে ট্রেন থামবে সর্বোচ্চ ৩০ সেকেন্ড। বিদ্যুত চালিত ট্রেনে ২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগবে ২০ মিনিট।

Related Articles

Leave a Reply

Close
Close