দেশজুড়ে

রাজধানীতে মোবাইল চুরি চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীতে মোবাইল চুরি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা-উত্তর বিভাগের উত্তরা জোনাল টিম। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২টি চোরাই মোবাইল সেট এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মুক্তার হোসেন (২৬), মাসুম মিয়া (২৭), নাঈম হোসেন জনি (৩৫) ও দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩৫)।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বাড্ডা থানায় হওয়া একটি মামলার সূত্র ধরে গতকাল (২৮ জুলাই) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রের সদস্যরা মোবাইল চুরি ও চোরাই মোবাইল বিক্রয়ের পাশাপাশি তারা মাদক ব্যবসার সাথেও জড়িত।

Related Articles

Leave a Reply

Close
Close