দেশজুড়েপ্রধান শিরোনাম
রাজধানীতে মধ্যরাতে র্যাবের গুলিতে ছিনতাইকারী নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর হাতিরপুল এলাকায় র্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন। র্যাবের দাবি, তাঁরা ছিনতাইকারী দলের সদস্য। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজার উল্টোদিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি মোটরসাইকেল ও নিহত ছিনতাইকারীর ড্রাইভিং লাইসেন্স জব্দ করেছে র্যাব। র্যাব-২-এর অধিনায়ক আশিক বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাবের পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, র্যাব-২-এর একটি টহল দল রাতে যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে তাদের কাছে খবর ছিল সেসব জায়গায় টহল দিচ্ছিল। ঘটনার সময় ওই এলাকাতেই ছিলেন তাঁরা। ছিনতাই, ছিনতাই চিৎকার শুনে র্যাবের টহলদলটি ইস্টার্ন প্লাজার দিকে যায়। তখন ইস্টার্ন প্লাজার উল্টোদিকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজনকে পালিয়ে যেতে দেখে তাঁদের থামতে বলে র্যাব।
একপর্যায়ে মোটরসাইকেলটি থামিয়ে তিনজনের একজন আরেকজনের কাছে অস্ত্র দেন। এরপর অস্ত্র হাতে পাওয়া ওই মোটরসাইকেল আরোহী র্যাবের দিকে অস্ত্র তাক করলে র্যাব গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুলিবিদ্ধ হন একজন। তবে মোটরসাইকেলে থাকা অন্য আরোহী পালিয়ে যায়।
#এমএস