দেশজুড়ে
রাজধানীতে প্রতারক চক্রের ৬ সদস্য আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে সিপিইউ, জাল ভিসা-ম্যানপাওয়ার কার্ড, জাল এয়ারটিকিট, মানি রিসিপ্ট জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাতে র্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- লিটন (৩০), সঞ্চিতা আক্তার ওরফে সানজিদা ওরফে দীপা (২৫), মেহেরুল্লা হোসেন (৪৮), বিপাশা আক্তার (২২), মো. শফিক (৩৫) ও তোতা মিয়া মাল (৫০)।
র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ভিসা প্রস্তুতকারী প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।