ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই মাসে রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি পুলিশ সদস্য। বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শতাধিক সদস্য। চিকিৎসকরা জানান, এ বছর ডেঙ্গুর উপসর্গে লক্ষ্যণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। আক্রান্তদের বুকে, পেটে ছড়িয়ে পড়ছে পানি।
ঢাকার অন্যান্য হাসপাতালের মত ডেঙ্গু রোগীতে ভরে গেছে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালও। এখানে চিকিৎসা নেয়া সবাই পুলিশে কর্মরত অথবা তাদের পরিবারের সদস্য।
আক্রান্তদের জ্বরের সঙ্গে শরীর ব্যথা, পাতলা পায়খানা আর বমি। অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে রক্তের প্লাটিলেট বা অনুচক্রিকা। স্থান সংকুলানে হাসপাতালের ফ্লোরেও পাতা হয়েছে বিছানা।
পুলিশ সদস্যদের পরিবারে আক্রান্ত শিশুদের অবস্থা সবচেয়ে জটিল।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আসাদুজ্জামান বলেন, এ বছর বড়দের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত অনেক শিশুও আমাদের এখানে আসছে। ডেঙ্গুর ফলে তাদের প্রেশার অনেক কমে যাচ্ছে এবং ঘন ঘন বমি হচ্ছে, এতে তাদের শারিরীক অবস্থারও নানা পরিবর্তন হচ্ছে। এসব শিশুদেরকে আমরা আলাদাভাবে দেখাশুনার চেষ্টা করছি।
ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করাতে এই হাসপাতালে প্রতিদিন আসছেন দু’শোর বেশি পুলিশ সদস্য। এরমধ্যে ষাট-সত্তর জনের ধরা পড়ছে ডেঙ্গু। চিকিৎসকরা জানান, আগের তুলনায় এবারের ডেঙ্গুজ্বর আরও ধ্বংসাত্মক।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নিজাম উদ্দিন জানান, দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন বারোশ ষাট জন। বর্তমানে ভর্তি আছেন ১৬৫ জন। এরমধ্যে পুলিশ সদস্য ১১৮। আক্রান্ত পুলিশ সদস্যদের প্রায় সবাই কনেস্টবল পদে কর্মরত। #সূত্র: ডিবিসি নিউজ