দেশজুড়ে
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি চাকু, পাঁচটি ব্লেড ও চারটি মোবাইলফোন জব্দ করা হয়।
শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. লাবলু মিয়া (৫০), মোহাম্মদ আলী (৩২), জহির ইসলাম (৪০), প্রবাঞ্জ বিশ্বাস (২২)।
মেজর শাহরিয়ার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি এবং ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।