দেশজুড়েস্বাস্থ্য

রাজধানীতে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ২৬৮৮ জন!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডেঙ্গু, রাজধানীজুড়ে এখন একটি আতঙ্কের নাম। জুলাই মাসের প্রথম ৬দিন প্রতিদিন গড়ে একশোরও বেশি রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই সংখ্যা ৬৪৩ জন। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালেই ভর্তি হয়েছে ২ হাজার ৬৮৮ জন।

চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ আর হাসপাতালগুলোর প্রস্তুতি থাকায় মৃতের সংখ্যা সে অনুপাতে বাড়েনি বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানের চেয়ে বাস্তব চিত্র আরো বেশি ভয়াবহ। এর ওপর প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ।

অথচ কেবল সরকারি হিসেবেই চলতি বছর এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৬৮৮ জন। আর এ পর্যন্ত মারা গেছে তিন জন।

এদিকে জুনে হঠাৎ করেই ডেঙ্গু বেড়ে যাওয়ার পর নানা পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে দুই সিটি করপোরেশন।

Related Articles

Leave a Reply

Close
Close