দেশজুড়ে
রাজধানীতে ক্ষতিকর জেলি মেশানো ২০ মণ চিংড়ি জব্দ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর আব্দুল্লাহপুর মাছের আড়ৎ থেকে ক্ষতিকর জেলি মেশানো ২০ মণ চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজান উদ্দীন। আদালত পরিচালনায় সহযোগিতা করে র্যাব-৪।
মিজান উদ্দীন বলেন, ‘মাছের আড়ৎ থেকে ২০ মণ জেলিযুক্ত মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ির মূল্য প্রায় ৫ লাখ টাকা। পাশাপাশি আড়তে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযান চলাকালে কোনো আড়ৎ মালিককে পাওয়া যায়নি বলেও জানান তিনি।