দেশজুড়ে

রাজধানীতে কেরোসিনের চুলা বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর জুরাইন চেয়ারম্যানবাড়ী এলাকার একটি বাসায় কেরোসিনের চুলা বিস্ফোরণে ইসরাত জাহান সোমা (৩০) নামে গৃহবধূ দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে খাবার তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ সোমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ ইসরাত জাহান সোমার স্বামী মনির হোসেন জানান, সকাল আনুমানিক ৮টার সময় সকালের খাবার তৈরি করতে গিয়ে কেরোসিন স্টোভ চুলার বিস্ফোরণ হয়। এতে তার শরীরে আগুন ধরে যায়। তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তাকে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে।

ইসরাতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। তিনি দুই সন্তান ও স্বামীর সঙ্গে জুরাইনের চেয়ারম্যান বাড়ি সড়কের পঞ্চম তলা একটি ভবনের দ্বিতীয় তলায় থাকেন।

Related Articles

Leave a Reply

Close
Close