দেশজুড়ে
রাজধানীতে অতিরিক্ত নেশা গ্রহণে তরুণীর মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর ডেমরায় বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত নেশা গ্রহণে শারমিন জারা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ডেমরার পশ্চিম সানারপাড় ইদ্রিসুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
শারমিন যশোরের অভয়নগর থানার বুইঘোড়া নোয়াপাড়া এলাকার মো. হায়দার আলীর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পশ্চিম সানারপাড় এলাকার ইদ্রিসুর রহমানের ভাড়াটিয়া আশরাফুজ্জামান খানের মেয়ে বন্যা আক্তার লিজা হচ্ছেন মৃত জারার বান্ধবী। লিজার বাড়িতে তার সঙ্গে গত ১০ দিন ধরে অবস্থান করছেন আরেক বান্ধবী শাহরীন আক্তার আরবি।
এরা সবাই ডিজে গ্রুপের সঙ্গে সিঙ্গাপুরসহ ঢাকায় বিভিন্ন এলাকায় নাচগান করেন। গত মঙ্গলবার কোনো এক বন্ধুর সঙ্গে নেশাজাতক দ্রব্য পান করে সন্ধ্যার পরে জারা নেশাগ্রস্থ অবস্থায় ডেমরায় লিজার বাসায় আসেন। পরে অসুস্থ হয়ে পড়েন জারা।
এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার গভীর রাত পর্যন্ত জারা বেশ কয়েকবার বমিসহ পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন।
এ ঘটনায় জারাকে তার বান্ধবীরা তেঁতুলের শরবত, স্যালাইন ও ওষুধসহ নানা প্রতিষেধক খাওয়াচ্ছিলেন। বুধবার গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বান্ধবী লিজা ও আরবি জারাকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ভোর সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক জারাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দিকী বলেন, জারার মৃত্যুর বিষয়ে তার আপন ছোট ভাই রায়হান বৃহস্পতিবার বিকালে ডেমরা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন।
জারার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে এ মৃত্যুর আসল রহস্য ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে। তবে প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে অতিমাত্রায় নেশাজাতক কোনো দ্রব্য পান করার পর জারার পেটে ব্যথাসহ শারীরিক অসুস্থতা শুরু হলে একপর্যায়ে তার মৃত্যু হয়।