দেশজুড়ে
রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির ১০ সদস্য গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৩টি স্প্রে, ৭টি মলমের কৌটা, ৪টি জ্যামবাগ, ৫টি গুল ও ৩ প্যাকেট মরিচের গুড়া উদ্ধার করা হয়।
গতকাল সোমবার দুপুরে সিটি কলেজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এতথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ১০ জন হলো- মো. ফালান শিকদার (৫৫), মো. তোফাজ্জল হোসেন সুমন (২৪), মো. অনিক হোসেন (২৯), মো. মনির হোসেন (৩৬), মো. আল আমিন সরদার (২৮), মো. লোকমান (২২), মো. রিয়াজ শিকদার (২২), রিপন (৩২), মো. আলম (৩১) ও মো. সুমন (২৫)।
ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান জানান, গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন এলাকার বাসে উঠে সুযোগ বুঝে যাত্রীদের চোখে মুখে মলম বা স্প্রে কৌশলে প্রয়োগ করে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতেন। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়েছে।
/এন এইচ