দেশজুড়েপ্রধান শিরোনাম
রাঙ্গামাটিতে বেড়েছে পাহাড় ধসের শঙ্কা
ঢাকা অর্থনীতি ডেস্ক: কয়েক দিনের বৃষ্টিতে রাঙ্গামাটিতে বেড়েছে পাহাড় ধসের আশঙ্কা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেও এ ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই সেখানকার বাসিন্ধাদের। এতে যে-কোনও সময় পাহাড়ধসে ঘটতে পারে ব্যাপক প্রাণহানির ঘটনা।
শহরের বিভিন্ন এলাকায় ঝুকিঁতে বসবাস করা অন্তত ৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং করা হচ্ছে। তবে প্রশাসনের প্রচারণার পরও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা তাদের ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে যায়নি। জেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখলেও বেশির ভাগ আশ্রয়কেন্দ্র রয়েছে ফাঁকা।
স্থানীয়রা জানান, এখন তাদের কোন সমস্যা হচ্ছেনা, বেশি বৃষ্টি হলে তারা আশ্রয় কেন্দ্রে যাবেন। কখনও আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হলে রাতে সেখানে গিয়ে আবার সকালে চলে আসেন বলে জানান তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এইচ. এম মাগফুরুল হাসান আব্বাসী জানান, রাঙ্গামাটি শহর এবং এর আশেপাশে আপাতত পাঁচটি ঝুঁকিপূর্ণ স্থান নির্দিষ্ট করা হয়েছে। সেখানকার মানুষদের নিরাপদ স্থানে সড়িয়ে নেয়ার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২০১৭ সালে রাঙ্গামাটিতে টানাবর্ষণের ফলে পাহাড় ধসে ১২০ জন ও ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয়।