দেশজুড়েপ্রধান শিরোনাম

‘রাখাইনে চলমান অস্থিরতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে’

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাখাইনে চলমান অস্থিরতা রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ পাঠানো ছাড়া অন্য কোনো সমাধান নেই এই সঙ্কটের।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্য। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিদের অবদানের কথাও তোলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা জানান, বাংলাদেশে উন্নয়নের অংশীদার হতে বিনিয়োগ বাড়াতে চান ব্রিটেনের ব্যবসায়ীরা। এ সময় রোহিঙ্গা সঙ্কট সমাধানের প্রসঙ্গও তোলেন তারা।

এদিকে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষের প্রসঙ্গে পররাষ্টমন্ত্রী বলেন, সেটি চিন্তার বিষয়। তবে নেইপিদোর সাথেই ঢাকা যোগাযোগ রাখছে। আর সীমান্তে বিজিবিও সতর্ক আছে বলেও জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close