শিল্প-বানিজ্য

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার সুপারিশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং সুলতানা নাদিরা অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯ পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ারও সুপারিশ করা হয়। ২০২০ সালের বাণিজ্যমেলা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close