দেশজুড়ে
‘রমজানের আগে কম মূল্যে বিক্রি করা হবে নিত্যপণ্য’
ঢাকা অর্থনীতি ডেস্ক: রমজানের আগে ডিম, মাছ, মাংস গাড়ীতে করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কমমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, সীমিত পর্যায়ে বিক্রি করা হবে এসব পণ্য।
মন্ত্রী বলেন, মজুদ ও উৎপাদন থাকার পরও কেন ডিম, মাংস, মাছের দাম বেশি নেয়া হয়, এর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এসব খাদ্যপণ্যের বেশি দাম নেয়া হচ্ছে। এতে অনেক মানুষ কিনে খেতে পারছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যারা সিন্ডিকেট করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাদের কোনোভাবে ছাড় দেয়ার সুযোগ নেই। এক্ষেত্রে, তাদের বিরুদ্ধে সামাজিক ক্যাম্পেইন করা হবে, যাতে ব্যবসায়ীকদের মানবিকতাবোধ ফিরে আসে।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আরও বলেন, মৎস্য উৎপাদনে সারাবিশ্বে তৃতীয় বাংলাদেশ। আমাদের টার্গেট, এটাকে এক নম্বরে নিয়ে যাওয়া। ডেইরি খাতকেও এগিয়ে নিয়ে যেতে চান বলে জানান তিনি।
/এএস