দেশজুড়ে

রংপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পরকীয়ায় বাধা দেওয়ায় রংপুর নগরীর মুলাটোল এলাকায় আসমা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
আসমা বেগম নগরীর প্রেসক্লাব এলাকার চা বিক্রেতা মিলন মিয়া’র স্ত্রী। তাদের দুই ছেলে-মেয়ে আছে।

আসমা’র স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মিলন মিয়া শ্বশুর বাড়িতে ফোন করে জানান, আসমা আত্মহত্যা করেছেন।

এরপর থেকে মিলন পলাতক রয়েছে। খবর পেয়ে আসমা’র স্বজনরা এসে ঘরের মধ্যে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আসমা’র বাবা গোলাম মোস্তফা গোলাপ বলেন, ‘১৫ বছর আগে মেয়ের বিয়ে দিয়েছি। সে কখনও শান্তি পায়নি। দুই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ দিতো না মিলন। সে মুলাটোল এলাকায় এক নারীর সংগে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত।

বিষয়টি জানাজানি হলে তাকে বহুবার বুঝিয়েছে আসমা। কিন্তু মিলন কারও কথা শোনেনি। আসমাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ ফ্যানের সংগে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মিলন মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close