দেশজুড়ে
রংপুরে দুই মাথাওয়ালা কন্যাশিশুর জন্ম
ঢাকা অর্থনীতি ডেস্ক: রংপুর মেডিক্যালে দুই মাথাওয়ালা এক কন্যাশিশুর জন্ম হয়েছে। প্যারাফ পাইরাস নামে এই রোগটি বিরল এবং চিকিৎসা ব্যয়বহুল। তবে উন্নত চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে শিশুটি। এ নিয়ে রীতিমত দুর্বিপাকে পড়েছে শিশুটির পরিবার।
মুদি দোকানি সেকেন্দার আলী ও আফসানা দম্পতিকে চিকিৎসক আগেই জানিয়েছিলেন, জমজ শিশুর কথা। এ নিয়ে খুশি ছিলেন তারা।
গত ২৩শে অক্টোবর সন্ধ্যায় রংপুর মেডিক্যালে সিজারিয়ান অপারেশনে জোড়া লাগা মাথার কন্যা সন্তানের জন্ম দেন অফসানা। পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের পক্ষে এতো ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব না, সরকার যদি আমাদের সহায়তা করে তাহলে আমাদের জন্য উপকার হয়।’
চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে শিশুটি। তবে বিরল এ রোগের চিকিৎসা ব্যয়বহুল।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. শিভানি শর্মা বলেন, ‘শিশুটির চিকিৎসার জন্য অনেক বড় একটি মেডিক্যাল টিমের কাজ করতে হবে।’
সন্তানকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।