বিশ্বজুড়ে

‘যৌনতার রাজধানী হচ্ছে ভারতের ‘গোয়া’ শহর’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের ছোট্ট একটি রাজ্য গোয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে পর্যটকদের ভিড় সারাবছরই লেগে থাকে। গোয়ার প্রধান আকর্ষণ সেখানকার সমুদ্র সৈকত। কিন্তু সে রাজ্যের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেইরো মনে করেন, দিনে দিনে ভারতের ‘যৌনতার রাজধানী’ হয়ে উঠছে গোয়া।

শুধু তাই নয়, গোয়াকে ‘পাপের শহর’ হিসেবেও আখ্যা দেন লুইজিনো ফালেইরো। আর এ জন্য তিনি সরাসরি দায়ী করেছেন গোয়ার বিজেপি পরিচালিত সরকারকে।

ভারতের গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, লুইজিনো ফালেইরো বলেন, ‘ক্যাসিনো, মাদক ও যৌনব্যবসার লাগামহীনতা গোয়াকে পাপের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে আমরা ভারতের যৌনতার রাজধানীতে পরিণত হব। তারপর দেশের মাদকের রাজধানীতে।’ এসবের কারণ হিসেবে তিনি সরাসরি আঙুল তুলেছেন বিজেপি পরিচালিত সরকারের কর্মকাণ্ডের দিকে। তার অভিযোগ, রাজস্বের লোভেই এই সব কর্মকাণ্ডের বাড়বাড়ন্ত নিয়ে কোনো পদক্ষেপ করছে না বর্তমান সরকার।

Related Articles

Leave a Reply

Close
Close