তথ্যপ্রযুক্তিপ্রধান শিরোনাম

যে কারণে ইন্টারনেটের গতি কমে যেতে পারে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভিন দেশের একটি সাবমেরিন ক্যাবল মেরামত করায় আগামী কয়েকদিন ইন্টারনেটে কিছুটা ধীর গতি ভর করতে পারে। সোমবার এ তথ্য জানিয়েছেন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

তবে দেশের দুটি সাবমেরিন ক্যাবলের মধ্যে কোনোটিরই সমস্যা হয়নি। অন্যদেশের একটি সাবমেরিন ক্যাবলে সমস্যা হলে তা মেরামতের প্রয়োজন পড়ায় বাংলাদেশে সমস্যা হতে পারে, যেটির লিংক দেশের কয়েকটি আইআইজি প্রতিষ্ঠান ব্যবহার করে বলে জানা গেছে।

দেশের কয়েকটি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প ট্রান্সমিশন লিংক হিসেবে চেন্নাই টু টুয়াজ (সিঙ্গাপুর) রুট ব্যবহার করে। ওই সাবমেরিন ক্যাবলের মালিক ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল। এই রুটের লিংকের মেরামত কাজ চলার কথা সোমবার (২৬ অক্টোবর) থেকে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। এই সময়কালে দেশের যেসব আইআইজি ওই রুট ব্যবহার করে তাদের ইন্টারনেটের গতি কিছুটা কমতে পারে। অন্যদের সমস্যা হওয়ার কথা নয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close