প্রধান শিরোনামবিশ্বজুড়ে

যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার আইন-শৃঙ্খলাবাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই নির্দেশ দেন। যদিও শি জিনপিং সেই সময় কোনো দেশের নাম উল্লেখ করেনি।

ভারতের লাদাখ সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা । পূর্ব লাদাখে সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনা সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আবার দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে বিরোধ রয়েছে চীনের। পাশপাশি করোনা মহামারি শুরুর পর থেকেই বাক যুদ্ধে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এমন পরিস্থিতির মধ্যেই শি জিনপিং সেনাদের এই নির্দেশনা দিলেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, ‘সব চেয়ে খারাপ পরিস্থতির জন্য তৈরি হতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যুদ্ধের জন্য আরো দক্ষতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রঃ ডয়েচ ভেলে

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close