বিশ্বজুড়ে
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত
ঢাকা অর্থনীতি ডেস্ক: অবশেষে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো যুক্তরাষ্ট্র ও চীন। বুধবার (১৫ জানুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউজে চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে। এসময় দুই দেশের ব্যবসায়ী, কূটনীতিক ও উর্ধতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ মাসের বাণিজ্য যুদ্ধ ও পাল্টাপাল্টি শুল্ক আরোপ বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এছাড়া, এই চুক্তির মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে চীন।