দেশজুড়েপ্রধান শিরোনাম

যুক্তরাষ্ট্রের সাথে ঢাকার দূরত্ব কেটে যাচ্ছে: মাসুদ বিন মোমেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ঢাকার যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কেটে যাচ্ছে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ঢাকার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র আসন্ন সফর সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ভোটের আগের আর এখনকার পরিস্থিতি ভিন্ন। এখন সব দেশই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এরই অংশ হিসেবে ঢাকায় আসছেন ডোনল্ড লু।

ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের বিষয়ে মাসুদ বিন মোমেন জানান, সীমান্তে বেসামরিক মানুষ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মারণাস্ত্র ব্যবহার না করার ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান মিলে আঞ্চলিক গ্রিড তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close