করোনাদেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের ফাইজারের ২৫ লাখ টিকার প্রথম চালান ঢাকায়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্তমানে বাংলাদেশের আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার নূন্যতম সক্ষমতা রয়েছে। আগামীতে যে কোন ধরনের ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

আর করোনার সাথে লড়তে, বাংলাদেশকে আরো টিকা দেবে বলে জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

দুপুরে যুক্তারাষ্ট্র থেকে আসা ফাইজার বায়োএনটেকের টিকা হস্তান্তর প্রক্রিয়া শেষে এসব কথা বলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন শিশুদের ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মুহুর্তে শিশুদের টিকা দেয়া হচ্ছে না।

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা দেশে পৌঁছেছে। ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসব টিকা।

যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের পাঠানো ২৫ লাখ টিকার প্রথম চালান এটি। সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, দুই দিনে তিনটি চালানে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছাবে।

টিকা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন,’আড়াই মিলিয়ন ডোজ টিকা হস্তান্তর করা হয়েছে আজ। করোনার সাথে লড়তে বাংলাদেশকে আরও টিকা দেবে যুক্তরাষ্ট্র।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম জানান,’আল্ট্রাকোল্ড চেইনের যতগুলো ভ্যাকসিন আছে সেগুলো সংরক্ষণ করার মতো এবং সরবরাহ করার মতো নূন্যতম সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।

বাচ্চাদের ব্যাপরে যেটা বলা হচ্ছে। বাচ্চাদের আমরা টিকা দেবো তবে এই মুহুর্তে হয়তো সেটা শুরু করবো না।’

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close