বিশ্বজুড়ে
যুক্তরাষ্ট্রের ওপর ‘প্রতিশোধ’ নিচ্ছে ভারত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবার যুক্তরাষ্ট্রের ওপর একধরনের ‘প্রতিশোধ’ নিচ্ছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ২৮টি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ২৮টি পণ্যের মধ্যে রয়েছে আমন্ড, আখরোট, আয়রন-স্টিলের দ্রব্য, আপেল, পিয়ার, স্টেনলেস স্টিলের তৈরি ফ্ল্যাট রোলড প্রডাক্ট, অন্যান্য অ্যালয় স্টিল, টিউব, পাইপ ফিটিংস, স্ক্রু, বোল্ট এবং রিভেটস।
আগামী ১৬ জুন থেকে এ নিয়ম কার্যকর করা হবে বলে খবরে বলা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
এতে করে ভারত এসব পণ্য থেকে বাড়তি ২১৭ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব পাবে।
মার্কিন পণ্যের ওপর বাড়তি শুল্ক চাপানোর এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে জানানো হয়েছে বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে।
গত বছর মার্কিন প্রশাসন থেকে বলা হয় ভারতকে জিএসপি সুবিধা দেয়া হবে কিনা তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এরপর চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় ভারতকে আর জিএসপি সুবিধা দেয়া হবে না।
তারই প্রেক্ষিতে ভারত যুক্তরাষ্ট্র থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল।