দেশজুড়ে
যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী আসলে পুশব্যাক
ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে কোনো যাত্রী আসলে তাদের দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান।
সোমবার (১৬ই মার্চ) সকালে, করোনাভাইরাস নিয়ে বিমানবন্দরের প্রস্তুতির বিষয়ে অয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
এসময় বিমানবন্দরের পরিচালক আরও জানান, সোমবার সকাল সাড়ে ৭টায় করোনা মুক্তির সনদ নিয়ে ৩৪ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীন থেকে ঢাকায় এসেছেন। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, গতকাল বিকালের পর থেকে ইতালি ফেরত কোন যাত্রী আসেনি। ইউরোপ থেকে সরাসরি কোন ফ্লাইট নেই, কিন্তু ট্রানজিট ব্যবহার করে যাতে কেউ দেশে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। তারপরও কেউ ফিরলে তাদের পুশব্যাক করা হবে।
এছাড়া, এ বছর মার্চ মাসের প্রথম থেকে গত ১৩ দিনে গত বছরের তুলনায় ৫ কোটি টাকা কম রাজস্ব আয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ দেশ ইতালি থেকে রবিবার (১৫ই মার্চ) আরও ১৮৬ জন ফিরেন। করোনা সংক্রমণের পর এ পর্যন্ত মোট ২৪২ জন দেশে ফিরেছেন দেশটি থেকে।