বিশ্বজুড়ে
যুক্তরাজ্যের নির্বাচনে ট্রাম্প হস্তক্ষেপের চেষ্টা করছেন: বিরোধী দল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপ প্রচেষ্টার অভিযোগ এনেছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প কনজারভেটিভ নেতা প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘দুর্দান্ত ব্যক্তি’ ও করবিনকে ‘যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য ক্ষতিকর’ আখ্যা দিয়েছেন।
সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় করবিন বলেছেন, বন্ধু জনসনকে জিতিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন ট্রাম্প।
লন্ডনভিত্তিক রেডিও স্টেশন এলবিসিকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের নির্বাচনে বরিস জনসনের পক্ষে নিজের সমর্থন স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, অন্যরা যা করতে অক্ষম, জনসন সেটা করতে চান৷ ট্রাম্পের দাবি, বর্তমান সময়কালের জন্য জনসন আদর্শ মানুষ৷ লেবার নেতা জেরেমি করবিন সম্পর্কে তার মন্তব্য, তিনি জয়ী হলে তা ব্রিটেনের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে৷ ট্রাম্প বলেন ‘করবিন আপনাদের দেশকে খুবই খারাপ পথে নিয়ে যাবেন৷ খারাপ জায়গায় নিয়ে যাবেন।’
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন করবিন। টুইটে তিনি বলেছেন, বন্ধু জনসনকে জেতাতে যুক্তরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সেই ব্যক্তি, গত জুনে যিনি বলেছিলেন, ‘এনএইচএস’র (ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা কাঠামো) নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। উনি ভালো করেই জানেন, লেবার পার্টি ক্ষমতায় এলে মার্কিন করপোরেশনগুলো এর নিয়ন্ত্রণ নিতে পারবে না। আমাদের এনএইচএস আমরা কারও কাছে বিকিয়ে দেব না।
করবিন ভোটারদের বার বার সতর্ক করে দিয়ে দাবি করছেন, যে জনসন নির্বাচনে জিতলে ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা কাঠামো মার্কিন বেসরকারি কোম্পানিগুলির হাতে চলে যাবে৷ ট্রাম্প অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন৷
#এমএস