Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

যারা সমালোচনা করছে, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই – তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সরকারে ছিলাম। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, বিএনপি জানে। তিনি আরো বলেন, যারা সমালোচনা করছে, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আমরা ভাষা শেখানোর মাধ্যমে কর্মসংস্থান করব। মা-বোনেরা বিভিন্ন রকমের কাজ করেন। তাদের জন্য ছোট ছোট লোনের ব্যবস্থা করব। কম্পিউটার শিখিয়ে এক্সট্রা ইনকামের ব্যবস্থা করব। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করব। যারা সমালোচনা করছে, তারা দেশের মানুষকে কোনো পরিকল্পনা দেয়নি, আমরাই প্রথম সরকারে গেলে কী কী পরিকল্পনা গ্রহণ করব, সে বিষয়ে বলছি। কে, কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা ১, ২, ৩ করে পরিকল্পনা বাস্তবায়ন করব। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা নিয়ে কাজ করব। ২৫ জানুয়ারি, রবিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেলে ফেনী শহরের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছর আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জোর করে। এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি গড়ার জন্য চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আপনাদের সকলকে অনুরোধ করব, চোখ–কান খোলা রাখার জন্য। আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে যেন কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকবেন।’ তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সমস্যা সমাধানের জন্য আমরা কাজ শুরু করব। কথা একটাই, আমাদের দেশ গড়তে হবে। এই দেশ যদি আমরা না গড়তে পারি, ভবিষ্যৎ ধ্বংস হবে। ভবিষ্যৎ গড়ে তুলতে পারব না। এই দেশ আমার–আপনার–সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু। এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সে জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন